kalerkantho


শান্তির ম্যাচেও অশান্ত ম্যারাডোনা

১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০শান্তির ম্যাচেও অশান্ত ম্যারাডোনা

পোপ ফ্রান্সিস একজন আর্জেন্টাইন এবং ফুটবলভক্ত। শান্তির বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টাতেই বৃহস্পতিবার রোমের অলিম্পিক স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল বিশেষ প্রীতি ম্যাচের, যেখানে নীল আর সাদা দলে ভাগ হয়ে খেলেছেন বর্তমান ও সাবেক ফুটবলাররা। সেখানেই একসময়ের শিষ্য হুয়ান সেবাস্তিয়ান ভেরনের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন ডিয়েগো ম্যারাডোনা। মধ্যবিরতির সময় ব্যাপারটা আরো অপ্রীতিকরই হতো, যদি নিরাপত্তাকর্মীরা ম্যারাডোনাকে ঘিরে না থাকতেন।

খেলার শুরুতে একসঙ্গে হাসিঠাট্টা করতে করতেই টানেল থেকে বেরিয়েছিলেন ম্যারাডোনা ও ভেরন। কিন্তু বিরতির মিনিট পাঁচেক আগেই লেগে যায় দুজনের! মাঠ থেকে বের হওয়ার সময় ভেরনকে আঙুল দেখিয়ে তাঁকে বলতে শোনা যায়, ‘তোমার সঙ্গে আমার কথা বলার দরকার নেই।’ যদিও বিরতিতে লকার রুমে দুজনের মধ্যে কিছু হয়নি বলেই জানালেন নীল দলে খেলা স্তেফানো মাউরি, ‘সবই তো ভালো ছিল, তারা তো একসঙ্গে হাসাহাসিও করছিল।’ ম্যাচটি শেষ হয়েছে ৪-৩ গোলে, জিতেছে সাদা দল। টেলিগ্রাফ


মন্তব্য