kalerkantho


অশ্বিন বিষে নীল নিউজিল্যান্ড

১২ অক্টোবর, ২০১৬ ০০:০০অশ্বিন বিষে নীল নিউজিল্যান্ড

গত বছর আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্ট সিরিজে ২১ উইকেট। ম্যান অব দ্য সিরিজ রবিচন্দ্রন অশ্বিন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের সিরিজেও ৩১ উইকেট নিয়ে একই পুরস্কার। এ বছর ওয়েস্ট ইন্ডিজেও দুর্বার। ১৭ উইকেট নিয়ে আবারও সিরিজ সেরা অশ্বিন। এই অফস্পিনারের বিষে নীল হলো নিউজিল্যান্ডও। তিন ম্যাচের সিরিজে এবার তাঁর শিকার ২৭ উইকেট। যথারীতি টানা চতুর্থ সিরিজে সেরা খেলোয়াড়টির পুরস্কার সেই অশ্বিনের!

এবার অবশ্য ছাপিয়ে গেছেন নিজেকেই। ক্যারিয়ারের সেরা বোলিং করে গতকাল ইন্দোরে নিলেন ৭ উইকেট। আর ম্যাচে নিয়েছেন ১৪০ রানে ১৩ উইকেট। টেস্ট ক্যারিয়ারে সব মিলিয়ে ইনিংসে ৫ উইকেট ২১ বার আর ম্যাচে ১০ উইকেট ছয় বার। অশ্বিনে খেই হারিয়েই গতকাল ১৫৩ রানে গুটিয়ে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ নিউজিল্যান্ড।

৩ উইকেটে ২১৬ রানে চতুর্থ দিন চা বিরতির এক ঘণ্টা আগে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল ভারত। নিউজিল্যান্ডের জয়ের জন্য লক্ষ্য পায় ৪৭৫। কিন্তু অশ্বিনের ঘূর্ণিতে অসহায় কিউইরা ১৫৩-তে গুটিয়ে হার মানে ৩২১ রানে। এটা রানের ব্যবধানে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জয়। গত বছর দিল্লিতে দক্ষিণ আফ্রিকাকে ৩৩৭ রানে হারানোটা তাদের সেরা। ইডেনে সিরিজ জিতে র্যাংকিংয়ের শীর্ষ স্থান ফিরে পেয়েছিল ভারত। আর গতকাল কিউইদের হোয়াইটওয়াশ করে আনুষ্ঠানিকভাবে পেল শ্রেষ্ঠত্বের গদা। সেটা হাতে নিয়ে আপ্লুত ম্যাচ ও সিরিজ সেরা অশ্বিন, ‘এটা সর্বশেষ কোনো ভারত অধিনায়কের হাতে দেখেছি টিভিতে। এবার গদাটা অর্জনে নিজে কিছু অবদান রাখতে পারায় অভিভূত আমি।’

আগের দিন কাঁধের চোটে মাঠ ছাড়ায় মনে হচ্ছিল গৌতম গম্ভীর হয়তো ব্যাট করতে পারবেন না আর। গতকাল চোট সারিয়ে ফিরে ৫৬ বলে ছয় বাউন্ডারিতে ৫০ রানের দূরন্ত ইনিংস খেলেছেন এ ওপেনার। চেতশ্বর পূজারা অপরাজিত ছিলেন ১০১ রানে। এটা তাঁর ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি। প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান বিরাট কোহলি ফিরেন ১৭ করে। চা বিরতির ঘণ্টাখানেক আগে ভারত ৩ উইকেটে ইনিংস ঘোষণা করে ২১৬ রানে। ৪৭৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করা নিউজিল্যান্ড অশ্বিন জাদুতে গুটিয়ে যায় ৪৪.৫ ওভারেই। রস টেলরের ৩২ তাদের ইনিংসের সর্বোচ্চ। ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর

ভারত : ৫৫৭/৫ ডি. ও ৪৯ ওভারে ২১৬/৩ (পূজারা ১০১*, গম্ভীর ৫০, রাহানে ২৩*; প্যাটেল ২/৫৬, বোল্ট ০/৩৫)।

নিউজিল্যান্ড : ২৯৯ ও ৪৪.৫ ওভারে ১৫৩ (টেলর ৩২, গাপটিল ২৯, ওয়াটলিং ২৩*; অশ্বিন ৭/৫৯, জাদেজা ২/৪৫)।

ফল : ভারত ৩২১ রানে জয়ী।

সিরিজ : ভারত ৩-০ ব্যবধানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ : রবিচন্দ্রন অশ্বিন।


মন্তব্য