kalerkantho


সেঞ্চুরির পর শাহানুরের ৫ উইকেট

১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : কক্সবাজারে বৃষ্টির কারণে গতকাল খেলাই হয়নি। তাই শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের দুটি মাঠে চলমান জাতীয় লিগের টায়ার-ওয়ানের দুটি ম্যাচই মাঠে গড়ায়নি তৃতীয় দিনে। তবে দ্বিতীয় স্তরের দুটি ম্যাচেরই তৃতীয় দিনে খেলা হয়েছে।

বিকেএসপিতে মাত্র ২৩৪ রানে প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল রংপুর। জবাবে জুনায়েদের সেঞ্চুরি বাদ দিলে রাজশাহীর অবস্থাও তথৈবচ। একদা জাতীয় দলের সদস্য জুনায়েদ একাই করেছেন ১২৬ রান। তাতেও তাঁর দল অল আউট ২৬৮ রানে। রংপুরের সাদ্দাম হোসেন নিয়েছেন ৪ উইকেট। দিনের শেষভাগে রংপুরের দ্বিতীয় ইনিংস আগলে রাখেন দুই ওপেনার সায়মন আহমেদ ও জাহিদ জাবেদ।

ফতুল্লায় বোলিংয়েও দুর্দান্ত সেঞ্চুরিয়ান শাহনুর, ৬৬ রানে নিয়েছেন ৫ উইকেট। তৃতীয় দিনের শেষভাগে দুই ওপেনারকে হারানো সিলেট আজ আবার ব্যাটিংয়ে নামছে ২০৩ রানের অগ্রগামিতা বাড়ানোর লক্ষ্যে।

সংক্ষিপ্ত স্কোর

সিলেট-চট্টগ্রাম : সিলেট : ৪৪৪ ও ২৩ ওভারে ৭৪/২ (জাকির ব্যাটিং ২১, রাজিন ব্যাটিং ১২)। চট্টগ্রাম : ১০১.২ ওভারে ৩১৫/১০ (তাসামুল ৫৭, ইয়াসির ৯৫, সাইফ ৫৬, শাহানুর ৫/৬৬, এনামুল জুনিয়র ৩/৫৪)।

রংপুর-রাজশাহী : রংপুর : ২৩৪ ও ১৬ ওভারে ৩২/০ (সায়মন ব্যাটিং ২০, জাহিদ ব্যাটিং ১০)। রাজশাহী : ৮২.৪ ওভারে ২৬৮/১০ (জুনায়েদ ১২৬, সাঞ্জামুল ৪০, সাদ্দাম ৪/৪৬)।

ঢাকা-বরিশাল : ঢাকা ৫২৩। বরিশাল ১০২/১।

খুলনা-ঢাকা মেট্রো : খুলনা ২৯৩। ঢাকা মেট্রো ৫৯/০।


মন্তব্য