প্রথম তিন ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করেছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে তাই দলের সেরা তিন বোলারকে বিশ্রামে পাঠালেন অধিনায়ক ফাফ দু প্লেসি। তাতে অবাক কাণ্ডই হলো! কাইল অ্যাবট আর তাবরিজ শামসি মিলে ৭ উইকেট ভাগাভাগি করে নিয়ে মাত্র ১৬৭ রানেই অলআউট করে দিলেন অস্ট্রেলিয়াকে। মিচেল মার্শ করেন ৫০ রান আর ম্যাথু ওয়েড ৫২ রান, বাকিদের কারোই বলার মতো স্কোর নয়। অ্যাবট ৪ উইকেট নিয়েছেন ৪০ রানে, শামসির ৩ উইকেট ৩৬ রানে। মাত্র ১৬৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দু প্লেসির ৬৯, রাইলি রুশোর ৩৩ আর জেপি দুমিনির ২৫ রানে ৪ উইকেট হারিয়ে সহজেই জিতে যায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচের তখনো ৮৭ বল বাকি! এই জয়ে ৫ ওয়ানডের সিরিজে ৪-০তে সিরিজে এগিয়ে থেকে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার দোরগোড়ায় প্রোটিয়ারা। ক্রিকইনফো
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের