kalerkantho


কোহলির সেঞ্চুরি

৯ অক্টোবর, ২০১৬ ০০:০০নর্থ সাউন্ডে ডাবল সেঞ্চুরির পর ফিফটির দেখা নেই টানা সাত ইনিংস। ইন্দোর টেস্টের আগে বিরাট কোহলির ইনিংসগুলো ৪৪, ৩, ৪, ৯, ১৮, ৯ ও ৪৫। ইডেনে ফিফটি না পেলেও ৪৫ রানের ইনিংসে ছাপ ছিল পুরনো ছন্দের। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ইন্দোরে শেষ টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি করে ভারতীয় টেস্ট অধিনায়ক কাটালেন রানখরাটা। বিরাট কোহলির অপরাজিত ১০৩, আজিঙ্কা রাহানের অপরাজিত ৭৯ আর চেতেশ্বর পূজারার ৪১-এ টস জিতে ব্যাট করতে নেমে ভারত দিন শেষ করেছে ৩ উইকেটে ২৬৭ রানে। ফিরে গেছেন মুরালি বিজয় (১০), গৌতম গম্ভীর (২৯) ও পূজারা (৪১)। ক্রিকইনফো


মন্তব্য