kalerkantho


শীর্ষে নজরানা

৯ অক্টোবর, ২০১৬ ০০:০০জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের ষষ্ঠ রাউন্ডের খেলায় জিতে ফিদে মাস্টার নজরানা খান ইভা ৬ খেলায় পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে। ষষ্ঠ রাউন্ডের খেলায় নজরানা হারিয়েছেন নোশিম আঞ্জুমকে। ফিদে মাস্টার জাকিয়া সুলতানা হারিয়েছেন কিশোয়ারা সাজরীনকে। আজ সপ্তম রাউন্ডের খেলায়  নজরানার প্রতিপক্ষ প্রতিভা। বিজ্ঞপ্তি


মন্তব্য