kalerkantho


ফ্লপ অব দ্য ডে

৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ফ্লপ অব দ্য ডে

পারলেন না গায়েল মনফিলস। ষষ্ঠ বাছাই নিক কিরগিওসের কাছে সরাসরি ০-২ সেটে হেরে জাপান ওপেন থেকে বিদায় নিয়েছেন সেমিফাইনাল থেকে। ফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষের বিপক্ষে সেভাবে প্রতিরোধই গড়তে পারেননি ফ্রান্সের এ খেলোয়াড়। আসরের দ্বিতীয় বাছাই মনফিলস প্রথম সেট ৪-৬ গেমে হেরে শুরুটা করেন হতাশার। এরপর দ্বিতীয় সেটও তিনি হেরেছেনে একই ব্যাবধানে, ৪-৬ গেমে


মন্তব্য