kalerkantho


সংক্ষিপ্ত

র‍্যাংকিংয়ের আটে পাকিস্তান

৭ অক্টোবর, ২০১৬ ০০:০০কুইন্টন ডি ককের পর প্রথম ব্যাটসম্যান হিসেবে তিন ম্যাচ সিরিজের সবকয়টিতেই সেঞ্চুরির রেকর্ড এখন বাবর আজমের। তবে এক সিরিজের তিন ম্যাচে মোট রান সংখ্যায় ডি কককেও ছাড়িয়ে গেছেন পাকিস্তানি এ ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে ৩৬০ রান তাঁর। ২০১৩ সালে ভারতের বিপক্ষে তিন সেঞ্চুরি করা ডি ককের রান ছিল ৩৪২। বয়সেও ডি ককের চেয়ে প্রায় দুই বছরের ছোট বাবর (২১ বছর)। এমন তরুণ একজন ব্যাটসম্যানের কাছ থেকে ধারাবাহিক পারফরম্যান্স পাওয়া যেকোনো দলের জন্যই দারুণ ব্যাপার। পাকিস্তান অধিনায়ক আজহার আলীও সেই প্রাপ্তিটা উপভোগ করছেন।

ক্যারিবীয়দের ৩-০তে সিরিজে হারিয়ে র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে এখন আটেও উঠে এসেছে পাকিস্তান। আগামী বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যে অবস্থান ধরে রাখতে পারলে ২০১৯ বিশ্বকাপে সরাসরিই খেলবে তারা। ক্রিকইনফো

 


মন্তব্য