kalerkantho

টপ অব দ্য ডে

৬ অক্টোবর, ২০১৬ ০০:০০টপ অব দ্য ডে

আগের দুই ম্যাচে বড় স্কোরের সম্ভাবনা জাগিয়েও সেগুলোকে শতরানে রূপ দিতে পারেননি ডেভিড ওয়ার্নার। প্রথম ম্যাচে ৪০ করার পর দ্বিতীয় ওয়ানডেতে আউট হয়ে যান ৫০ ছুঁয়ে। ওই হতাশা পেছনে ফেলে সিরিজ বাঁচিয়ে রাখার গুরুত্বপূর্ণ মঞ্চে  ঝলমলে শতরান ওয়ার্নারের। ডারবানে খেলেছেন ১০৭ বলে ১৩টি চার এবং ২ ছক্কায় সাজানো ১১৭ রানের বিধ্বংসী ইনিংস। তাঁর শতরানে ভর করে অস্ট্রেলিয়াও গড়েছে বড় স্কোর।


মন্তব্য