kalerkantho


বাবর আজমের টানা তিন

৬ অক্টোবর, ২০১৬ ০০:০০বাবর আজমের টানা তিন

আন্তর্জাতিক ক্রিকেটে কখনো বল করেননি, ব্যাট হাতেই অন্য রকম হ্যাটট্রিক করে ফেললেন বাবর আজম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও সেঞ্চুরি পাকিস্তানের এই ব্যাটসম্যানের। ফলে তিন ম্যাচ সিরিজের সবগুলো ম্যাচেই সেঞ্চুরির অন্য রকম হ্যাটট্রিক হয়ে গেল আজমের, যে কৃতিত্ব এর আগে ছিল শুধুই কুইন্টন ডি ককের। ভারতের বিপক্ষে ২০১৩ সালের হোম সিরিজে তিন ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। আজমের ১১৭ ও অধিনায়ক আজহার আলীর ১০১ রানের ইনিংসে ভর করে আবুধাবিতে ৬ উইকেটে ৩০৮ রানের বড় সংগ্রহ পাকিস্তানের। অধিনায়ক হিসেবে তিন সেঞ্চুরিতে আজহার সেঞ্চুরির সংখ্যায় ছাড়িয়ে গেছেন ইনজামাম-উল হক ও শহীদ আফ্রিদিকে।

জবাবে ৪৪ ওভারে ১৭২ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। সুবাদে ১৩৬ রানের জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল পাকিস্তান। আর ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করে ওয়ানডে র্যাংকিংয়ে আট নম্বরে উঠে এল আজহার আলীর দল। ক্রিকইনফো


মন্তব্য