kalerkantho

রবিবার। ৪ ডিসেম্বর ২০১৬। ২০ অগ্রহায়ণ ১৪২৩। ৩ রবিউল আউয়াল ১৪৩৮।


শাস্তি কমল শারাপোভার

৫ অক্টোবর, ২০১৬ ০০:০০শাস্তি কমল শারাপোভার

স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন মারিয়া শারাপোভা। ডোপ টেস্টে ধরা পড়ে নিষিদ্ধ হয়েছিলেন দুই বছর।

টেনিস ফেডারেশনের বিপক্ষে তাই আপিল করেন আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। শুনানির পর গতকাল ২৪ থেকে শাস্তিটা ১৫ মাসে কমিয়ে এনেছেন তাঁরা। তাই ২০১৭ সালের ২৬ এপ্রিল শারাপোভা ফিরতে পারবেন টেনিসে। ফিট থাকলে অংশ নিতে পারবেন ফ্রেঞ্চ ওপেনেও। ৯ মাস শাস্তি কমার রায়ে খুশি এ রাশান সুন্দরী, ‘আমার জীবনের অন্যতম ভালো খবর এটা। ’ এএফপি


মন্তব্য