kalerkantho


এসে পড়েছেন কুক

৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : ওয়ানডে সিরিজই শুরু হলো না এখনো, অথচ গতকাল ঢাকায় চলে এসেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুকও। ২০ অক্টোবর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের আগে চট্টগ্রামে দুটি দুই দিনের প্রস্তুতি ম্যাচও আছে ইংল্যান্ডের। তবে ১৪-১৫ এবং ১৬-১৭ অক্টোবর ওই দুটি ম্যাচে কুক খেলবেন না। কারণ ১০ অক্টোবর থেকে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে যাওয়া স্ত্রীর পাশে থাকতে ওই সময়টায় দেশেই থাকবেন কুক। কিন্তু বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ারও ব্যাপার থাকায় আগেভাগেই চলে এসেছেন তিনি, ফিরে যাবেন ৯ অক্টোবর।


মন্তব্য