kalerkantho


জিতে খুশি আজহার

৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দ্বিতীয় জয়ে সিরিজ নিশ্চিত করা পাকিস্তান অধিনায়ক আজহার আলীর কণ্ঠে স্বস্তি, ‘পাকিস্তান দল এখন ঠিক পথেই এগোচ্ছে। মুহূর্তেই সব কিছু বদল হয়ে যায় না।

তার জন্য অন্তত দেড় থেকে দুই বছর সময় প্রয়োজন। ’ ২০১৫ বিশ্বকাপের পর মিসবাহ-উল হকের অবসরে অধিনায়ক হয়েছেন আজহার। প্রথম সফরেই বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছে তাঁর দল, এরপর ইংল্যান্ডের কাছেও সিরিজ হেরেছে ৪-১ ব্যবধানে। সেই সিরিজে শেষ ম্যাচ জিতেই পাকিস্তানের ঘুরে দাঁড়ানো। ক্যারিবীয়দের বিপক্ষে জিতল তারা টানা তৃতীয় ম্যাচ। তাতেই আজহারের মনে হচ্ছে দলটি এখন ঠিক পথে আছে।

ক্যারিবীয়দের সিরিজে ৩-০তে হারাতে পারলে র্যাংকিংয়েও এক ধাপ এগোবে তারা। তাতে আগামী বিশ্বকাপে সেরা সাতের একটি হিসেবে সরাসরি খেলার সম্ভাবনাও বাড়বে তাদের। এই মুহূর্তে তারা আছে ৯ নম্বরে।

আবুধাবির শেষ ম্যাচেও ক্যারিবীয়রা হারলে তারা এক ধাপ পিছিয়ে যাবে, পাকিস্তান নেবে সেই স্থান। তবে এই মুহূর্তে আজহারের নিজের ফর্ম ঠিক ভালো যাচ্ছে না। তাতেও অবশ্য দুশ্চিন্তার কিছু দেখছেন না ৩১ বছর বয়সী এই ক্রিকেটার, ‘ফর্মে ফেরাটা একটি ইনিংসের ব্যাপার মাত্র। ’ এএফপি


মন্তব্য