kalerkantho


ফ্লপ অব দ্য ডে

৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ফ্লপ অব দ্য ডে

০, ১৭, ৩৬ এবং ৪। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে রস টেলরের স্কোর এগুলো। নিউজিল্যান্ড বাজেভাবে হেরেছে দুই ম্যাচেই, ব্যক্তিগতভাবে ম্যাচদুটি হতাশার ছিল টেলরেরও। কানপুরের পর তিনি ব্যর্থ ইডেন টেস্টেও। প্রথম ইনিংসে তবু কিছু রান করেছিলেন কিউই এ ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসে আরো করুণ অবস্থা তাঁর। এবার আউট ৪ রানে। আর টেলরদের ব্যর্থতায় এক দিন বাকি থাকতে ইডেনে হেরেছে কিউইরা।


মন্তব্য