kalerkantho


উদয়চল ইন্টার একাডেমি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

৩ অক্টোবর, ২০১৬ ০০:০০উদয়চল ইন্টার একাডেমি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

শুরু হলো উদয়চল ইন্টার একাডেমি ক্রিকেট  টুর্নামেন্ট। মোহাম্মদপুরের ইকবাল রোডের উদয়চল ক্রিকেট মাঠে গতকাল টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট অ্যাকাডেমির সিনিয়র এক্সিকিউটিভ জাবেদ ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন আয়োজক ড. আলী আবরার, সৌভলব দত্ত, ইমতিয়াজ বাবুসহ পৃষ্ঠপোষকরা। অনূর্ধ্ব-১২ বয়সীদের টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছে ১৩টি দল।


মন্তব্য