kalerkantho


বালু নদে নৌকাবাইচ

২ অক্টোবর, ২০১৬ ০০:০০বালু নদে নৌকাবাইচ

বালু নদে বেরাইদ ক্রীড়া সংস্থার আয়োজনে চতুর্থবারের মতো হয়ে গেল নৌকাবাইচ উৎসব। দেশের নানা প্রান্ত থেকে ৩৮টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। গ্রুপ পর্বের লড়াই শেষে চূড়ান্ত পর্বে সবাইকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে বাড্ডা থানার সাঁতারকুল এলাকার নৌকা ‘মাসুদ রানা’। চ্যাম্পিয়নদের হাতে সোনার নৌকা পুরস্কার হিসেবে তুলে দেন তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতউল্লাহ এমপি। নৌকাবাইচ উৎসবে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। এমন আয়োজনের জন্য স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমতউল্লাহ ও স্থানীয় চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে অভিনন্দন জানান তিনি। ছবি : লুত্ফর রহমান


মন্তব্য