kalerkantho


প্রথম দিনের প্র্যাকটিসে মাত্র ১২ জন

২ অক্টোবর, ২০১৬ ০০:০০প্রথম দিনের প্র্যাকটিসে মাত্র ১২ জন

ক্রীড়া প্রতিবেদক : আগামী ১০ অক্টোবর থিম্পুতে ভুটান ম্যাচের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। প্রাথমিক দলে ৩৩ জন ডাক পেলেও গতকাল মাত্র ১২ জন হাজির হয়েছেন সেইন্টফিটের প্রথম সেশনে। অথচ ম্যাচের বাকি মাত্র এক সপ্তাহ, এত অল্প সময়ের মধ্যে ৩৩ জনকে নিয়ে প্র্যাকটিস করিয়ে দল বাছাই করাও তো কঠিন। এই মুহূর্তে হওয়া উচিত ভুটান ম্যাচের জন্য ট্যাকটিক্যাল সেশন। কিন্তু বাংলাদেশের বেলজিয়ান কোচ ডাক পাওয়া সবাইকে আশা করছেন এবং আগামী সোমবারের মধ্যে বাকিরাও ক্যাম্পে যোগ দেবেন।

গতকাল সেইন্টফিট কাজ করেছেন স্ট্রাইকার সাখাওয়াত হোসেন, এনামুল  হক, সাদ ও নিপুদের নিয়ে। ৩৩ জনের দলে অনূর্ধ্ব-১৬ দলে খেলা সাদ-নিপুর জায়গা পাওয়াটা একটু বিস্ময়কর। কারণ চলমান লিগে ক্লাব দলে নিয়মিত একাদশেই দেখা যায়নি দুই তরুণকে। বাংলাদেশের বেলজিয়ান কোচের যুক্তি, ‘আমার দলে কয়েকটি পজিশন নিয়ে একটু সমস্যা আছে। সেসব জায়গা পূরণের জন্য নতুনদের দেখছি। সাদ-নিপুকে স্রেফ দেখার জন্যই ডেকেছি।’ এশিয়ান কাপ বাছাই পর্ব প্লে-অফ উতরাতে মরিয়া কোচ, ‘যেকোনো মূল্যে আমি বাছাই পর্বে পৌঁছাতে চাই। জিতে হোক, ড্র করে হোক, প্লে-অফ উতরাতে পারলেই হলো।’


মন্তব্য