kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০১৬। ২৬ অগ্রহায়ণ ১৪২৩। ৯ রবিউল আউয়াল ১৪৩৮।


রেকর্ডস

দেশের কোহলি বিবর্ণ!

১ অক্টোবর, ২০১৬ ০০:০০ইডেন টেস্টের প্রথম ইনিংসেও ব্যাটটা হাসল না বিরাট কোহলির। মাত্র ৯ রানে আউট হয়ে গেছেন ভারত অধিনায়ক।

নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরির পর খেলা ছয় ইনিংসেই তিনি আউট হলেন পঞ্চাশ ছোঁয়ার আগে। তাতে ঘরের মাঠে ব্যাটিং রেকর্ডটা আরেকটু নিচের দিকেই নামল কোহলির। ২০১৩ সালের মার্চে সর্বশেষ দেশের মাটিতে শতরানের ইনিংস খেলার পর তাঁর টেস্ট ব্যাটিং গড় ৩১.৫৩। অন্তত ১০টি ইনিংস খেলেছেন ভারতের এমন ব্যাটসম্যানদের মধ্যে দেশের মাটিতে এ সময়ে ব্যাটিং গড়ে কোহলির পেছনে কেবল রবিচন্দ্রন অশ্বিন। ১৬ ইনিংসে শতরান নেই একটিও হাফসেঞ্চুরি তিনটি। অথচ ঘরের মাটিতে খেলা প্রথম ১৩ টেস্ট ইনিংসে তাঁর গড় ছিল ৫৬.৫৪। শতরান ছিল ৩টি আর হাফসেঞ্চুরি ৪টি। সব মিলিয়ে দেশে কোহলির ব্যাটিং গড় ৪২.১১। ২৯ ইনিংসে মোট রান করেছেন ৩টি শতরানসহ ২২৪৬। বিদেশের চেয়ে রেকর্ডটা একটু খারাপই। দেশের বাইরে কোহলির ব্যাটিং গড় ৪৪.৬১। আর ক্যারিয়ার গড় ৪৩.৭৪। ৫০ ইনিংসে ৯টি শতরানসহ বিদেশে রান করেছেন মোট ৩৮৮৭।


মন্তব্য