kalerkantho


মেসির সহানুভূতি

১ অক্টোবর, ২০১৬ ০০:০০হাইওয়ের পাশে গাড়ি থামিয়ে চাকা বদলাচ্ছিলেন দুই বন্ধু। এমন সময় আরেকটি গাড়ি এসে তাঁদের আঘাত করে দ্রুত চলে যায়। যাতে মারাত্মকভাবে আহত হন ওই দুজন, একজনকে তো দুটি পা-ই হারাতে হয়েছে। ফুটবল অঙ্গনকে নাড়িয়ে দিয়েছে এই দুর্ঘটনা। কারণ আহত দুজন শন হোয়াইটার ও জোয়ি এবস যে সাবেক ফুটবলার, খেলেছেন ইংল্যান্ডের নন লিগের দল নিউমার্কেট টাউনের হয়ে। স্পেন থেকে লিওনেল মেসিও তাই সহানুভূতি জানিয়ে তাঁর স্বাক্ষর করা জার্সি পাঠিয়েছেন তাঁদের জন্য, জার্সি দিয়েছেন আরদা তুরানও। হোয়াইটার জানিয়েছেন জার্সি দুটো তাঁরা নিলামে তুলতে যাচ্ছেন। যাতে এই পরিস্থিতির মধ্যে কিছুটা হলেও আর্থিকভাবে উপকৃত হতে পারেন তাঁরা। মার্কা


মন্তব্য