kalerkantho


সংক্ষিপ্ত

৩৩ জনের প্রাথমিক দল

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : ১০ অক্টোবর ভুটান ম্যাচের জন্য ৩৩ জনকে ডেকেছেন টম সেইন্টফিট। অবসর নাটক শেষে মামুনুল ইসলাম এবং ছয় মাসের নিষেধাজ্ঞায় বাইরে থাকা ইয়াসিন খান ফিরেছেন প্রাথমিক দলে। ডাক পেয়েছেন ইনজুরি ফেরত শেখ রাসেলের স্ট্রাইকার জাহিদ হাসান। এ ছাড়া লিগে চার গোল করা রহমতগঞ্জের মাহবুব হাসান নয়ন, চট্টগ্রাম আবাহনীর উইঙ্গার ইব্রাহিমকে প্রাথমিক দলে নিয়েছেন কোচ। নিয়েছেন দুই তরুণ সাদউদ্দিন ও সারোয়ার জামান নিপু। ডাকা পাওয়া খেলোয়াড়দের নিয়ে কাল থেকে শুরু হবে আবাসিক ক্যাম্প। ভুটানের বিপক্ষে ঢাকার ম্যাচ ড্র করার পর আগামী ১০ অক্টোবর থিম্পুতে খেলবে অ্যাওয়ে ম্যাচ।


মন্তব্য