kalerkantho


৫০০-র পর দেশে ভারতের ২৫০

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০৫০০-র পর দেশে ভারতের ২৫০

কানপুরে নিজেদের টেস্ট ইতিহাসে ৫০০তম ম্যাচ খেলেছে ভারত। আজ ইডেনে বিরাট কোহলির দল খেলতে নামবে মাইলফলকের আরেকটি ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটা দেশের মাটিতে ভারতের ২৫০তম। এখানে জিতলে সিরিজের পাশাপাশি র্যাংকিংয়ের শীর্ষেও উঠে যাবে ভারত। বিরাট কোহলি নিশ্চয়ই মুখিয়ে উপলক্ষটা স্মরণীয় করতে। তবে বিস্ময়করভাবে জানালেন র্যাংকিং নিয়ে মাথাব্যথা নেই তাঁর, ‘রেকর্ডের কথা ভেবে উৎসাহিত হই না আমি। তাহলে লক্ষ্যে পৌঁছানোর পর উৎসাহটা হারিয়ে যায়। এক নম্বর হওয়াটা এত গুরুত্বপূর্ণও নয়। কেউ সারা জীবন সেখানে থাকতে পারে না, একটা সিরিজ বদলে দিতে পারে এই নম্বর। এসব নিয়ে বেশি ভাবলে হতাশ হতে হয়। আমার লক্ষ্য ভালো খেলা।’

ভালো খেলতে চায় নিউজিল্যান্ডও। কানপুরে তারা প্রথম দুদিন খেলেছিল দাপটে। এরপর রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজার ঘূর্ণি জালে আটকা পড়ে হারে ম্যাচটি। সেই দুর্বলতা কিউইরা ইডেনে কাটাতে মরিয়া। এখানে তারা সর্বশেষ টেস্ট খেলেছিল ১৯৬৫ সালে। ৫১ বছর পর ফেরাটা স্মরণীয় করতে চান উদ্বোধনী ব্যাটসম্যান টম লাথাম। জ্বরে ভোগা অধিনায়ক কেন উইলিয়ামসনের বদলে সংবাদ সম্মেলনে এসে প্রত্যয়ী তিনি, ‘উইলিয়ামসন ফিট হয়ে যাবে ম্যাচের আগে, উদ্বেগের কিছু নেই। ভারতে স্পিনারদের সামলানো সব সময় চ্যালেঞ্জের। স্যান্টনার আর রঞ্চির দৃঢ়তা আত্মবিশ্বাস ছড়িয়েছে দলে।’ ইডেনের উইকেটে প্রথম দিন থেকে বল ঘুরবে না বলেই পূর্বাভাস মিলেছে। ৪৮ ঘণ্টা আগেও পিচে ঘাস দেখে সিএবি প্রধান সৌরভ গাঙ্গুলির কাছে অনুযোগ জানান বিরাট কোহলি ও কোচ অনিল কুম্বলে। তিনি ঘাস ছেঁটে ফেলার প্রতিশ্রুতি দিলেও প্রথম দুদিন সাহায্য পাবেন পেসাররা। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীরের চেনা উইকেট এটা। তার পরও দুই বছর বাদে দলে ফেরা এই ওপেনারের আজ খেলার সম্ভাবনা কম। বরং চেতেশ্বর পূজারাকে দিয়ে ওপেন করিয়ে বাড়তি স্পিনার হিসেবে খেলানো হতে পারে জয়ন্ত যাদবকে। ক্রিকইনফো


মন্তব্য