kalerkantho


অ্যান্ডারসনের পর ছিটকে গেলেন উডও

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০অ্যান্ডারসনের পর ছিটকে গেলেন উডও

দুই উইকেট ইংল্যান্ডের শুরুতেই পড়েছিল, নিরাপত্তা ঝুঁকির কথা বলে এউইন মরগান এবং অ্যালেক্স হেলস সটকে পড়ায়। ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে পড়ল আরো এক ‘জোড়া’ উইকেট। চোটের কারণে ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসনের সঙ্গে বাংলাদেশে আসা হচ্ছে না মার্ক উডেরও। গতকাল এ খবর নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আগস্টে পাকিস্তানের কাছে হারা চতুর্থ টেস্ট থেকেই কাঁধের ইনজুরিতে ভুগছেন ইংল্যান্ডের সবচেয়ে বেশি টেস্ট উইকেটের মালিক অ্যান্ডারসন। ডারহামের ২৬ বছর বয়সী পেসার উডের সমস্যা গোড়ালিতে। এ দুজনের জায়গায় নটিংহ্যামশায়ারের জ্যাক বেল এবং মিডলসেক্সের স্টিভেন ফিনকে দলভুক্ত করেছে ইংল্যান্ড। দুই টেস্টের সিরিজের আগে অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। সফরের পরবর্তী পর্বে, মানে টেস্ট সিরিজে ফিনের থাকাটা নির্ভর করছে ওয়ানডে সিরিজে তাঁর নৈপুণ্যের ওপর। অন্যথায় বিকল্প কাউকে টেস্ট সিরিজের আগে বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা ইসিবির। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে কাল ইসিবির তরফে জানানো হয়েছে, ‘কাঁধের চোট পুরোপুরি সেরে না ওঠায় অ্যান্ডারসনকে টেস্ট স্কোয়াড থেকে প্রত্যাহার করা হলো। উডের গোড়ালির চোটও সারেনি, তাই তাকেও বাংলাদেশে পাঠানো হচ্ছে না। ফিনকে ওয়ানডে এবং বেলকে টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

নানা কারণে সেরা স্কোয়াডের চারজন নেই। তার ওপর বাংলাদেশ এবং ভারত সফর মিলিয়ে টানা ক্রিকেট ইংল্যান্ডের। বাংলাদেশে তিন ওয়ানডে আর দুই টেস্টের পর বড়দিনের ছুটিতে যাওয়ার আগে ভারতে পাঁচ টেস্টের সিরিজ খেলতে হবে ইংলিশদের। তাতে চোট, ক্লান্তিতে আচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে সব জেনেবুঝেই উপমহাদেশ সফরে আসছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস, ‘টুকটাক ব্যথা তো সব সময়ই থাকে। এসব আমাকে কখনো মাঠের বাইরে রাখতে পারেনি। ব্যথা নিয়েই বোলিং করেছি। একজন ফাস্ট বোলারকে যন্ত্রণা মুখ বুঝে সইতেই হবে।’ বাংলাদেশেও যে নতুন সংকট ‘ওত’ পেতে আছে, সে জন্যও তৈরি স্টোকস, ‘বাংলাদেশের কন্ডিশন জানি। প্রচণ্ড গরমও। তাই আমাদের দারুণ ফিট থাকতে হবে। প্রচণ্ড গরমে ফ্ল্যাট উইকেটে বোলিং করতে হবে। এমন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুই-তিনটি দিন লাগে।’

নিরাপত্তার অজুহাতে দেশে থেকে যাওয়া মরগান-হেলসকে সমর্থনও দিয়েছেন স্টোকস, ‘অনুরোধ করছি সবাই যেন ওদের সিদ্ধান্তটাকে সম্মান করেন।’ এএফপি, ডেইলি মেইল


মন্তব্য