kalerkantho


সংক্ষিপ্ত

ফিরলেন গম্ভীর

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০২৫ মাস আগে খেলেছিলেন সর্বশেষ টেস্ট। বয়সও ৩৫ বছর ছুঁই ছুঁই। তবু জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখা গৌতম গম্ভীরের এক সপ্তাহ আগের টুইট, ‘চেষ্টা না ছাড়া পর্যন্ত কোনো কিছু শেষ হয়ে যায় না, আর আমিও শেষ হয়ে যাইনি।’ জয় হলো সেই আত্মবিশ্বাসের। দুই বছরের বেশি সময় পর ভারতীয় টেস্ট দলে ফিরলেন এই ওপেনার। লোকেশ রাহুল ইনজুরিতে পড়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ইডেন টেস্টের দলে ডাক পেয়েছেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক। দুলীপ ট্রফির তিন ম্যাচে গম্ভীরের চারটি ইনিংস ৭৭, ৯০, ৫৯ ও ৯৪। তাই নির্বাচকরা উপেক্ষা করেননি আর। ডাক পেয়ে গম্ভীরের টুইট, ‘অভিষেক দিনের মতো অনুভূতি হচ্ছে। ভয় ভয় করছে। ইডেন, আমি আসছি একবুক স্বপ্ন নিয়ে।’ পিটিআই


মন্তব্য