kalerkantho


অ্যালারডাইস কাণ্ডে হাসির পাত্র ইংল্যান্ড

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০অ্যালারডাইস কাণ্ডে হাসির পাত্র ইংল্যান্ড

কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে বৈঠক। এফএ’র আইনের ফাঁক গলে কিভাবে সুবিধা নেওয়া যায়, সেটাই বোঝাচ্ছিলেন ইংলিশ কোচ স্যাম অ্যালারডাইস। একের পর এক বিস্ফোরক মন্তব্যও করে চলেছিলেন ইউরোর পর ওয়েইন রুনিদের দায়িত্ব নেওয়া এই কোচ। পরে জানা গেল তাঁরা আসলে ব্যবসায়ী নন, ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকার ছদ্মবেশী প্রতিবেদক। ইন্টারনেটে পুরো ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তে ঝড়ই উঠেছে ফুটবল বিশ্বে। গত পরশু জরুরি বৈঠকের পর এফএ কর্তারা জানিয়ে দেন অ্যালারডাইস আর ইংল্যান্ডের কোচ নন। দায়িত্ব নেওয়ার ৬৭ দিনের মাথায় চাকরি হারানোয় ইংলিশ সাবেক ফুটবলার রিও ফার্ডিনান্ডের ক্ষোভ, ‘গোটা ফুটবল বিশ্বে হাসির পাত্র হয়ে গেলাম আমরা। সবাই হাসবে আমাদের নিয়ে। এই লোকটা ইংল্যান্ডের কোচ হওয়ার জন্য উদগ্রীব হয়ে ছিল। অথচ তাঁর কারণেই ইংল্যান্ড কোচের চাকরিটা হাস্যকর হয়ে গেল!’

দল বদলে ফুটবলারদের ওপর তৃতীয় পক্ষের প্রভাব বন্ধ করতে ২০০৮ সালে একটা আইন করে এফএ। সাত বছর পর ফিফাও সেই আইন অন্য সব দেশে কার্যকরের নির্দেশ দেয়। ছদ্মবেশী প্রতিবেদকদের কাছে অ্যালারডাইস দাবি করেন সেই আইনের ফাঁক গলে দল বদলের বাজারে লাভবান হওয়ার পথ জানা আছে তাঁর। এমনকি চার লাখ পাউন্ডের বিনিময়ে কল্পিত প্রতিষ্ঠানের দুটি শাখায় সফরও করতে চান। ওয়েম্বলিকে ঢেলে সাজাতে এফএ’র অতিরিক্ত টাকা খরচ করার সমালোচনাও করেন ৬১ বছর বয়সী এই কোচ। ইউরোয় ইংল্যান্ডের দায়িত্বে থাকা কোচ রয় হজসন সম্পর্কে মন্তব্য করেন, ‘খেলোয়াড়দের ঘুম পাড়িয়ে দিত হজসন।’ তাঁর তোপ থেকে বাদ যাননি ম্যানইউ কিংবদন্তি গ্যারি নেভিলও।

এমন স্বীকারোক্তির পরও এফএ কর্তাদের সঙ্গে বৈঠকে ‘সব কিছু মিডিয়ার কারসাজি’ বলে এড়িয়ে যেতে চেয়েছিলেন বিগ স্যাম। তবে পার পাননি শেষ পর্যন্ত। এক বিবৃতিতে এফএ জানিয়ে দেয়, ‘স্যাম অ্যালারডাইস আর ইংল্যান্ডের কোচ নন। দুই পক্ষের আলোচনার ভিত্তিতে নেওয়া হয়েছে সিদ্ধান্তটা।’ এমন কাণ্ডে লজ্জিত অ্যালারডাইসও, ‘ফাঁদে ফেলাটাই জয়ী হলো এবার, যা মানতে হবে আমাকে। আমি অন্যায়ের শিকার।’ ইউরোর পর অ্যালারডাইসের অধীনে একটা মাত্র ম্যাচ খেলেছে ইংল্যান্ড। বিশ্বকাপ বাছাই পর্বের সেই ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতেছিলেন রুনিরা। তাঁর বিদায়ের পর স্বভাবতই প্রশ্ন; কে হচ্ছেন ‘থ্রি লায়ন্সের’ নতুন কোচ? আলোচনায় ভাসছে লিস্টার সিটির কোচ ক্লওদিও রেনিয়েরির নাম। অবশ্য এ ব্যাপারে তাঁর প্রতিক্রিয়া জানা যায়নি এখনো। ডেইলি মেইল


মন্তব্য