kalerkantho


জাহিদ জেতালেন চট্টগ্রাম আবাহনীকে

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সিলেট থেকে প্রতিনিধি : আরামবাগের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর জয়ের জন্য মরিয়া ছিলেন চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়-কর্মকর্তা সবাই। সেই আশা পূরণ হয়েছে ফেনী সকারের বিপক্ষে ১-০ গোলের জয়ে। দুইবার সমতা ফিরিয়েও রহমতগঞ্জের সঙ্গে জিততে পারেনি টিম বিজেএমসি, হেরে গেছে ৩-২ গোলে।

দিনের প্রথম ম্যাচের সপ্তম মিনিটে জাহিদ ও মামুনুলের পা ঘুরে বল গিয়েছিল চট্টগ্রাম আবাহনীর হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল প্রিক্সের কাছে। কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি প্রিক্স, পারেননি ম্যাচের ২৩ মিনিটে জাহিদের ক্রসে মাথা ছোঁয়াতেও। দ্বিতীয়ার্ধে গোলের দায়িত্বটা নিজেই নেন জাহিদ। ফেনীর রক্ষণের ভুলে বল পাওয়া প্রিক্সের লক্ষ্যভ্রষ্ঠ শট জাহিদের পায়ে। ছয় গজ দূরত্ব থেকে বল জালে পাঠাতে কোনো ভুল হয়নি এ উইঙ্গারের। দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জ ৩-২ গোলে হারিয়েছে টিম বিজেএমসিকে। ম্যাচের ১৪ মিনিটে নাইজেরিয়ান মিডফিল্ডার স্যামসন ইলিয়াসুর গোলে এগিয়ে যায় বিজেএমসি। ২১ মিনিটে সোহেল মিয়ার গোলে সমতায় ফেরে রহমতগঞ্জ। ২৬ মিনিটে দাউদা সিসের গোলে ফের এগিয়ে যায় পুরনো ঢাকার ক্লাবটি। ২৭ মিনিটে ইলিয়াসুর গোলেই সমতা ফিরিয়ে ২-২ করে বিজেএমসি। বিরতির পর, ৫৭ মিনিটে আলাউদ্দিনের গোলে সমতা ভাঙে রহমতগঞ্জ, সেই গোলই তাদের এনে দেয় ৩ পয়েন্ট।


মন্তব্য