kalerkantho


কলেজ মহিলা হ্যান্ডবল

২৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : ‘ট্রিট কলেজ মহিলা হ্যান্ডবল’ শুরু হয়েছে কাল থেকে। উদ্বোধনী দিনে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ৭-২ গোলে শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজকে, হলিক্রস ৫-৪ গেলে মির্জা আব্বাস কলেজকে, আইডিয়াল কলেজ ৪-৩ গোলে নারায়ণগঞ্জ কলেজকে, মোহাম্মদপুর প্রিপারেটরি কলেজ ৮-১ গোলে আজিমপুর গার্লস কলেজকে, শহীদ আনোয়ার গার্লস কলেজ দ্বিতীয় ম্যাচে ৪-০ গোলে সেন্ট্রাল উইমেন্স কলেজকে ও হলিক্রস মহিলা কলেজ ৬-২ গোলে হারিয়েছে গার্হস্থ্য অর্থনীতি কলেজকে।


মন্তব্য