kalerkantho


অশ্বিনে কাঁপছে কিউইরা

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০অশ্বিনে কাঁপছে কিউইরা

কানপুরে বল ঘুরছে বনবন করে। তাতে ম্যাচটাও ঘুরে এখন ভারতের মুঠোয়। গতকাল চতুর্থ দিন চা বিরতির আগে ৫ উইকেটে ৩৭৭ রানে ইনিংস ঘোষণা করেছিল ভারত। তাতে জয়ের জন্য নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৪৩৪ রান। ঘূর্ণি উইকেটে রবিচন্দ্রন অশ্বিনের জাদুতে শেষ সেশনে রীতিমতো ধুঁকেছে নিউজিল্যান্ড। ৯৩ রানে হারিয়েছে ৪ উইকেট, এর তিনটিই অশ্বিনের। আজ শেষ দিনের ভাঙা উইকেটে অশ্বিন-জাদেজাদের সামলানোটা দুর্গম গিরিপথ পাড়ি দেওয়ার মতোই কঠিন হওয়ার কথা কিউইদের। ফিরে গেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন (২৫), রস টেলর (১৭), টম লাথাম (২) ও মার্টিন গাপটিল (০)। লুক রঞ্চি ৩৮ ও মিচেল স্যান্টনার আজ ব্যাট করতে নামবেন ৮ রান নিয়ে।

ভারতের ৫০০তম টেস্টে অনন্য কীর্তি গড়েছেন অশ্বিন। টেস্ট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে পা রাখলেন ২০০ উইকেটের মাইলফলকে। ৩৬ ম্যাচে ১৯৩ উইকেট নিয়ে কানপুর টেস্ট শুরু করা অশ্বিন প্রথম ইনিংসে পেয়েছিলেন ৪ উইকেট। গতকাল কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে এলবিডাব্লিউ করে ৩৭তম টেস্টে স্পর্শ করেন ২০০ উইকেটের মাইলফলক। তাঁর আগে ১৯২৫ সালে ৩৬ টেস্টে এই কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ার ক্ল্যারি গ্রিমেট। তবে অভিষেকের পর গ্রিমেটের যেখানে লেগেছিল ১০ বছর ৩৫৩ দিন সেখানে অশ্বিনের মাত্র ৪ বছর ৩২১ দিন। ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর

ভারত : ৩১৮ ও ১০৭.২ ওভারে ৩৭৭/৫ ডিক্লে. (পূজারা ৭৮, বিজয় ৭৬, রোহিত ৬৮*, জাদেজা ৫০*; স্যান্টনার ২/৭৯, সোধি ২/৯৯)।

নিউজিল্যান্ড : ২৬২ ও ৩৭ ওভারে ৯৩/৪ (রঞ্চি ৩৮*, উইলিয়াসন ২৫, টেলর ১৭, স্যান্টনার ৮*; অশ্বিন ৩/৬৮, সামি ০/৬)।


মন্তব্য