kalerkantho


ট্রটের ‘ঘাতক’

২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বল হাতে আগুনই ঝরাতেন মিচেল জনসন। ২০১৩-১৪ মৌসুমের অ্যাশেজে নিয়েছিলেন ৩৭ উইকেট। সেই সিরিজ থেকে হঠাৎ করেই সরে দাঁড়িয়েছিলেন ইংলিশ ব্যাটসম্যান জোনাথন ট্রট। তখন বলা হচ্ছিল বিশ্রাম নিচ্ছেন মানসিক অবসাদে। কিন্তু টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত নিজের আত্মজীবনী ‘আনগার্ডেড’-এ ট্রট লিখেছেন আসলে জনসনের তোপ থেকে বাঁচতেই সরে দাঁড়িয়েছিলেন অ্যাশেজ থেকে, ‘ব্রিসবেনে যাওয়ার আগে মনে হলো ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করানো হচ্ছে আমাকে। মিচেল জনসন হবে আমার ঘাতক।’ সেই সিরিজে জনসনের সামনে ‘অসহায়’ আর ‘হাত পা বাঁধা’ থাকা অবস্থায় ছিলেন বলেও অকপটে স্বীকার করেছেন ট্রট। ব্রিসবেন টেস্টে দুবারই জনসনের বলে আউট হয়েছিলেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়া


মন্তব্য