kalerkantho


৪৪ নম্বরে সিদ্দিক

২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : জাপান গলফ ট্যুরের টুর্নামেন্ট এশিয়া প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে গতকালের দিনটা ভালো কেটেছে সিদ্দিকুর রহমানের। প্রথম দুই রাউন্ডে ৩ ওভার পার খেলে বাংলাদেশি এই গলফার ছিলেন ৫৯তম স্থানে। গতকাল তৃতীয় রাউন্ডে এক শট কম খেলে উঠে এসেছেন ৪৪-এ। তাঁর সঙ্গে যৌথভাবে ৪৪ নম্বরে আছেন আরো চারজন। ৮ শট কম খেলে শীর্ষস্থান ধরে রেখেছেন ফাখারা খোংওতামা।

৭ শট কম খেলে তাঁর ঠিক পেছনেই আছেন ইয়েপ্পি কোইকি। গতকালের সেরা খেলোয়াড় অবশ্য ইয়েন হং সং। ৫ শট কম খেলে তিনি উঠে এসেছেন তিন নম্বরে। তাঁর সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন কাজুহিরো ইয়ামাশিতা।


মন্তব্য