kalerkantho


বারিধারার কোচ আলী ফারুক

২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : রহমতগঞ্জ ও ফেনী সকারে কাজ করা কোচ মীর মোহাম্মদ আলী ফারুক এবার উত্তর বারিধারার দায়িত্ব নিয়ে ফিরছেন পেশাদার লিগে। এবারের লিগে শেখ রাসেলের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর টানা ছয় ম্যাচ হেরেছে বারিধারা। এরপরই এই কোচ বদল। সাইদুল ইসলামের জায়গা নিলেন আলী ফারুক। এর আগে ২০০৮-০৯ মৌসুমে তিনি রহমতগঞ্জে এবং পরে কয়েক দফায় দায়িত্বে ছিলেন ফেনী সকারে।


মন্তব্য