kalerkantho


প্রসাদের পদোন্নতি

২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ভারতের প্রধান ক্রিকেট নির্বাচক পদে নিয়োগ পেলেন মান্নাভা শ্রীকান্ত প্রসাদ। সন্দ্বীপ পাতিলের নেতৃত্বাধীন আগের নির্বাচক কমিটিতেও ছিলেন ৪১ বছর বয়সী সাবেক এই উইকেটরক্ষক। এবার প্রমোশন পেয়ে পাতিলের জায়গায় প্রধান নির্বাচকের চেয়ারে বসলেন তিনি। ছয়টি টেস্ট ও ১৭টি ওয়ানডে খেলা এমএসকে প্রসাদের পাঁচ সদস্যের নতুন নির্বাচক প্যানেলের অন্য চার সদস্য হচ্ছেন সাবেক ব্যাটসম্যান গগন খোড়া, যতিন পরাঞ্জাপে, সাবেক অফস্পিনার শরণদ্বীপ সিং এবং দেবাং গান্ধী। এই চারজনের মধ্যে দুজনেরই নেই টেস্ট খেলার অভিজ্ঞতা, এঁরা হচ্ছেন যতিন পরাঞ্জাপে এবং আগের নির্বাচক প্যানেলে কাজ করা গগন খোড়া। এই প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচক প্যানেল গঠন করল বিসিসিআই। ক্রিকইনফো


মন্তব্য