kalerkantho


গাজী টায়ারস ক্রিকেটার্স হান্ট

২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০গাজী টায়ারস ক্রিকেটার্স হান্টের ময়মনসিংহ বিভাগের বাছাই পর্বে সাড়া পড়েছিল বেশ। ১০৫৯ জন প্রতিযোগীর পদভারে মুখরিত ছিল ময়মনসিংহ স্টেডিয়াম। প্রথম রাউন্ডে ইয়েস কার্ড পায় ৫১ জন; তাদের মধ্যে আটজন পেসার, ১৯ স্পিনার ও ২৪ জন ব্যাটসম্যান। পরবর্তী রাউন্ডের জন্য ৫১ ক্রিকেটারের মধ্যে ইয়েস কার্ড পান পাঁচজন, সাকিবুল হাসান (স্পিনার), রাকিবুল আতিক (স্পিনার), মো. ভারেকুল ইসলাম (স্পিনার), অভিক রায় (ব্যাটসম্যান) ও হুমায়ুন কবির (ব্যাটসম্যান)। ৩৬ জনের ট্রায়াল শেষ না হতেই বেরসিক বৃষ্টির জন্য অনুপযুক্ত হয়ে যায় মাঠ। বাকি ১৫ জনকে ঢাকায় এনে ইয়েস কার্ড যুদ্ধে নামানো হবে ১ অক্টোবর। নির্বাচক প্যানেলে কোচ সালাউদ্দিনের সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সাইফুল ইসলাম ও জাকির হোসেন। বিজ্ঞপ্তি


মন্তব্য