kalerkantho


সংক্ষিপ্ত

ওয়ালশের চেয়ারে সেবাস্তিয়েন

২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ক্যারিবিয়ান কিংবদন্তি কোর্টনি ওয়ালশ এখন বাংলাদেশের বোলিং কোচ। দায়িত্বটা নেওয়ার আগে ছিলেন ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের অন্যতম নির্বাচক। মাশরাফিদের কোচ হওয়ায় সরে দাঁড়াতে হয়েছে সেখান থেকে। ওয়ালশের রেখে যাওয়া চেয়ারে বসেছেন লোকহার্ট সেবাস্তিয়েন। জাতীয় দলে না খেললেও ডমিনিকায় জন্ম নেওয়া ৬০ বছর বয়সী সেবাস্তিয়েন প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৯২টি। ডমিনিকার সাবেক এই ওপেনার দুই বছরের জন্য থাকবেন নির্বাচকের দায়িত্বে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের ম্যানেজার ছিলেন ২০১৩ ও ২০১৪ সালে। তবে নির্বাচকের দায়িত্বটাই কঠিন তাঁর কাছে, ‘ক্যারিবিয়ান অঞ্চলে নির্বাচকরা সব সময় সবাইকে সন্তুষ্ট করতে পারে না। দায়িত্বটা তাই কঠিন। তবে আমি বরাবরই দল হিসেবে কাজ করতে বিশ্বাসী। আশা করছি অন্য নির্বাচকদের সঙ্গে সম্ভাব্য সেরা দলটাই বেছে নিতে পারব আমরা।’.


মন্তব্য