kalerkantho

টপ অব দ্য ডে

২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০টপ অব দ্য ডে

অতিরিক্ত সময়ে দুই গোল করে লিস্টার সিটির বিপক্ষে চেলসির জয়ের নায়ক সেস্ক ফ্যাব্রেগাস। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতায় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে, ৯২ মিনিটে লক্ষ্যভেদ করে ব্লুজকে এগিয়ে নেন স্প্যানিশ তারকা। এর ঠিক দুই মিনিট পর আবার ফ্যাব্রেগাসের গোল। সমালোচকদের জবাবটা মাঠের পারফরম্যান্সেই দিলেন স্প্যানিশ তারকা। ফ্যাব্রেগাসের নৈপুণ্যে ৪-২ গোলের জয়ে লিগ কাপের পরের রাউন্ডে ব্লুজ।


মন্তব্য