kalerkantho


মেসি যেন সেদিনের ম্যারাডোনা

বললেন ম্যাথাউস

২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০মেসি যেন সেদিনের ম্যারাডোনা

ম্যারাডোনাকে লোথার ম্যাথাউসের চেয়ে ভালো আর কে চেনেন! ১৯৮৬-র বিশ্বকাপের পর ’৯০-এর ফাইনালেও মুখোমুখি হয়েছিলেন এই দুই কিংবদন্তি। প্রবল প্রতিপক্ষ ইন্টার মিলান-নাপোলিতেও। সেই ম্যাথাউস আর্জেন্টিনার বর্তমান সেরা তারকা লিওনেল মেসিকে পাশে বসিয়েছেন ডিয়েগো ম্যারাডোনার, ‘৩০ বছর আগে ম্যারাডোনা যা ছিল, মেসি এখন তাই।’ সর্বকালের সেরার প্রশ্নেও ম্যারাডোনা বা পেলের সঙ্গে এখন তুলনা চলে মেসির। কেউ কেউ ক্রিস্তিয়ানো রোনালদোকেও রাখেন এই কাতারে। কিন্তু খোদ পেলের মতে রোনালদো মোটেও মেসির সমতুল্য নন, ‘অসাধারণ গোলদাতার কথা বললে আমি রোনালদোর কথাই বলতে পারি। কিন্তু সেরার প্রশ্নে মেসিই এগিয়ে। সে শুধু গোলই করে না, করায়ও। পরিপূর্ণ ফুটবলার হিসেবে মেসিই এখন বিশ্বসেরা।’

ফুটবল সম্রাট এর আগেও নিজের রায় দিয়েছিলেন মেসির পক্ষে। তবে এতটা স্পষ্ট করে নয়। মেসি যেহেতু গোল করেন এবং করান তাই দলের একজন হিসেবে নিজের দলে রোনালদোর বদলে আর্জেন্টাইন তারকাকেই রাখতে চেয়েছিলেন তিনি। এবার জানালেন সেরার প্রশ্নেও তাঁর ভোটটা মেসির বাক্সে। পেলের মতে গত ১০-১৫ বছরের সবচেয়ে ধারাবাহিক পারফরমার মেসি। ঠিক ম্যারাডোনা যেমন ছিলেন তাঁর সময়ে, যত দিন খেলেছিলেন সময়টা নিজের করে নিয়েছিলেন। ১৯৮৬-র বিশ্বকাপ বলতে এখনো ম্যারাডোনাই, লোথার ম্যাথাউস তাই মনে করেন, ‘৮৬-র বিশ্বকাপ বর্ণনা করতে শুধু ম্যারাডোনার কথাই বললে চলে। মেক্সিকোর ওই আসরটা ছিল ম্যারাডোনাময়।’ পাঁচটি বিশ্বকাপ খেলা জার্মান কিংবদন্তি বুন্দেসলিগার প্রচারণা চালাতে এই মুহূর্তে আজেন্টিনায়। বুয়েনস এইরেসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েই কথা বলেছেন মেসি, ম্যারাডোনা নিয়ে। সেখানে ওস্কার রুগেরির সঙ্গে তাঁর দেখাও হয়েছে। ৫৪ বছর বয়সী এই আর্জেন্টাইনও ছিলেন ’৮৬ ও ’৯০-এর বিশ্বকাপে। ’৮৬-তে হারের প্রতিশোধ নিয়েছিল চার বছর পর ম্যাথুজের পশ্চিম জার্মানি। ম্যারাডোনা নিজে বলেছেন, ‘মুখোমুখি হওয়া আমার সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ছিল ম্যাথাউস। আশা করি ওর সম্বন্ধে এটুকু বলাই যথেষ্ট।’ সেই ম্যাথাউস বুয়েনস এইরেসে স্বাভাবিকভাবেই বীরের সম্মান পেয়েছেন। রুগেরির সঙ্গে সাক্ষাতের পর ফক্স স্পোর্টসের স্থানীয় স্টুডিওতে একটি টকশোতেও অংশ নিয়েছেন তিনি। মেইল অনলাইন


মন্তব্য