kalerkantho


সংক্ষিপ্ত

ওয়ালটনের পুরস্কার

২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : সব সময় না হলেও মহিলা ফুটবলের সাফল্য অর্থকরী হয়ে উঠেছে। আগের দিন বাফুফের বিশাল সংবর্ধনায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল দলকে অর্থ পুরস্কার দেওয়া হয়েছিল। গতকাল ওয়ালটন গ্রুপ পাঁচ লাখ ২০ হাজার টাকা তুলে দিয়েছে বিজয়ীদের হাতে। বাফুফে ভবনে গতকাল আনুষ্ঠানিকভাবে এ অর্থ পুরস্কার দিয়েছেন ওয়ালটনের গেমস অ্যান্ড স্পোর্টসের প্রধান এফ এম ইকবাল বিন আনেয়ার ডন। বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কৃষ্ণা-সানজিদা-মারিয়ারা নিজেদের ভালো লাগার অনুভূতি প্রকাশ করেছে। ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে বাছাই পর্ব উতরে যাওয়া দলের ২৩ ফুটবলার ও তিন কোচকে ২০ হাজার টাকা করে দিয়েছে ওয়ালটন। এ প্রতিষ্ঠানের গেমস অ্যান্ড স্পোর্টসের প্রধান এফ এম ইকবাল বিন আনোয়ার ডনের নতুন ঘোষণা, ‘আমরা মেয়েদের জাতীয় লিগ ও জেএফএ কাপ স্পনসর করব। এর বাইরে এ দলটির সঙ্গেও থাকব। তারা থাইল্যান্ডে সেরা তিনের মধ্যে থাকলে প্রত্যেককে ১৮.৫ সিএফটির রেফ্রিজারেটর ও ৩২ ইঞ্চি এলইডি টিভি দেওয়া হবে।’


মন্তব্য