kalerkantho


ফ্লপ অব দ্য ডে

২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ফ্লপ অব দ্য ডে

যমজ বোন ক্যারোলিনা প্লিসকোভা এবার সবাইকে অবাক করেই পৌঁছে গিয়েছিলেন ইউএস ওপেনের ফাইনালে। অথচ মনে করা হতো বোনের চেয়ে ক্রিস্টিনা প্লিসকোভাই বেশি প্রতিভাবান। কারণ ২০১০ সালে উইম্বলডনের জুনিয়র চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিলেন ক্রিস্টিনাই। গ্র্যান্ড স্লাম পর্যায়ে বেশিদূর এগোতে পারেননি, ডাব্লিউটিএ টুর্নামেন্টেও একই হাল। কার্স্টেন ফ্লিপকেনসের কাছে হেরে বিদায় নিয়েছেন কোরিয়া ওপেনের প্রথম রাউন্ডেই।


মন্তব্য