kalerkantho


আবেগ আর পেশাদারির মিশেলে ৫০০

২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০আবেগ আর পেশাদারির মিশেলে ৫০০

কাশ্মীর সীমান্তে উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলায় শোকস্তব্ধ ভারত। ধোঁয়ায় ঢাকা ছাউনির ছবি নিজের টুইটারে পোস্ট করেছেন খোদ বিরাট কোহলি। সেই সঙ্গে লিখেছেন, ‘আবেগতাড়িত করে দিচ্ছে এই ছবিটা। ব্যাখ্যা করার ভাষা নেই আমার। দুঃসাহসীদের জন্য জয় হিন্দ।’

এমন আবেগের সঙ্গে মিশে আছে পেশাদারি মনোভাবও। কানপুরে আগামীকাল নিজেদের ইতিহাসে ৫০০তম টেস্ট খেলতে নামবে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্টটিতে সবাইকে উৎসবে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। ভারত ছক কষছে ঘূর্ণি উইকেট বানিয়ে তিন টেস্টের সিরিজে কিউইদের ধরাশায়ী করতে। স্পিন জালে আটকে দক্ষিণ আফ্রিকাকে যেভাবে তিন দিনে বিধ্বস্ত করা গেছে—এমন উইকেট অবশ্য চান না হরভজন সিং, ‘অনিল কুম্বলে আর বিরাট কোহলি বরাবরই ইতিবাচক। তাঁরা স্পোর্টিং পিচে খেলতে পছন্দ করবেন।’

১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব আবার ঘূর্ণি উইকেটে সমস্যা দেখছেন না কোনো, ‘অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড আপনার জন্য ঘূর্ণি উইকেট উপহার দেবে না। সবাই নিজেদের দেশের কন্ডিশনের ফায়দা নেবে। এতে দোষের কিছু নেই।’ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজসহ দেশের মাঠে এই মৌসুমে ১৩ টেস্ট খেলবেন কোহলিরা। তবে কানপুরে প্রথম টেস্টটি খেলতে পারছেন না ইশান্ত শর্মা। তেমনি চোটের জন্য নেই নিউজিল্যান্ডের জিমি নিশামও। পিটিআই


মন্তব্য