kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০১৬। ২৬ অগ্রহায়ণ ১৪২৩। ৯ রবিউল আউয়াল ১৪৩৮।

বাবার পথ ধরে

২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বাবার পথ ধরে

থিয়াগো মেসি ও বেনজামিন সুয়ারেসের গোলে এল বার্সেলোনার আরেকটি জয়, নিশ্চিত হলো ২০৩৫ মৌসুমের ট্রেবল। শিরোপা হাতে নিতে এগিয়ে যাচ্ছে অধিনায়ক মিলান পিকে।

দৃশ্যকল্পের তিনজনই এখন কেবল হাঁটা ছেড়ে দৌড়াতে শিখেছে। লিওনেল মেসি, জেরার্দ পিকে ও লুই সুয়ারেসের ছেলেদের বয়স হয়েছে তিন থেকে পাঁচ। বাবাদের পথ ধরে ছেলেরাও যেন বিশ্বসেরা ফুটবলার হতে পারে, সে জন্য ছোটবেলা থেকেই বাবারা ছেলেদের পায়ে তুলে দিয়েছেন ফুটবল। তিন থেকে পাঁচ বছর বয়সীদের ২৫ জনের একটা দলকে নিয়ে বিশেষ অনুশীলন শুরু হয়েছে লা মাসিয়ায়। মেসি, সুয়ারেস ও পিকে সবাই হাজির ছিলেন বাচ্চাদের অনুশীলন দেখতে। মেসি অবশ্য আগেই বলেছেন, ছেলে থিয়াগোর ফুটবলে খুব একটা মনোযোগ নেই। তবে মিলান পিকের মা, বিখ্যাত সংগীতশিল্পী শাকিরা জানিয়েছেন ছেলের ফুটবলপ্রীতির কথা, ‘এখন মিলান তো ফুটবল নিয়েই মগ্ন। সে তো মনে হয় এ গ্রহে বার্সার সবচেয়ে বড় ভক্ত। বার্সার জার্সি পরে বল নিয়ে ঘুমায়। একটাও ম্যাচ বাদ দেয় না। দলের সবার নাম সে জানে। ’ মুন্দো দেপোর্তিভো


মন্তব্য