kalerkantho


ইতালিয়ান ডার্বি জিতল ইন্টার মিলান

২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ক্রিস্তিয়ানো রোনালদো নেই। অনুপস্থিত গ্যারেথ বেল। খেলা আবার প্রতিপক্ষ এস্পানিওলের মাঠে। রিয়াল মাদ্রিদের জন্য ম্যাচটি সহজ ছিল না মোটেও। কিন্তু সবচেয়ে বড় দুই তারকার অনুপস্থিতিতে যে জ্বলে ওঠেন হামেস রোদ্রিগেস। এই কলম্বিয়ানের দুর্দান্ত গোলের পাশাপাশি করিম বেনজিমার লক্ষ্যভেদে পরশু ২-০ গোলে জেতে রিয়াল। টানা চতুর্থ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলশীর্ষে জাঁকিয়ে বসেছে জিনেদিন জিদানের দল। বার্সেলোনা ও লাস পালমাসের চেয়ে এগিয়ে তারা ৩ পয়েন্টে।

সিরি ‘এ’-তে পরশু ছিল ডার্বি ডি’ ইতালিয়া। অর্থাৎ ইতালিয়ান ডার্বি। সেখানে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়ে কিছুটা হলেও চমকে দিয়েছে ইন্টার মিলান। ৬৬তম মিনিটে স্টিফান লিচস্টেইনারের গোলে জুভ এগিয়ে যায়। কিন্তু মিনিট দুয়েক পর মাউরো ইকার্দির গোলে সমতায় ফেরে ইন্টার। আর ৭৮তম মিনিটে ইভান পেরিসিচের লক্ষ্যভেদে অপ্রত্যাশিতভাবে জিতে যায় তারা। সিরি ‘এ’-র নতুন মৌসুমের প্রথম তিন ম্যাচে টানা জয়ের পর হারল জুভেন্টাস। ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে এখন তারা। পরশু বোলোনিয়াকে ৩-১ গোলে হারানো নাপোলি ১০ পয়েন্ট নিয়ে সবার ওপরে। ইন্টার মিলানের পয়েন্ট ৭। এএফপি


মন্তব্য