kalerkantho

মঙ্গলবার। ২১ ফেব্রুয়ারি ২০১৭ । ৯ ফাল্গুন ১৪২৩। ২৩ জমাদিউল আউয়াল ১৪৩৮।

টপ অব দ্য ডে

১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০টপ অব দ্য ডে

বদলি হিসেবে মাঠে নেমে বলে প্রথম ছোঁয়াতেই গোল করে ওয়াটফোর্ডের দুর্দান্ত জয়ের অন্যতম রূপকার হুয়ান কামিলো সুনিগা। শেষ মুহৃর্তে কলম্বিয়ান এই ফরোয়ার্ডের করা গোলেই ম্যানইউর বিপক্ষে ওয়াটফোর্ডের জয়টা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। ম্যাচে ১-১ এ সমতা থাকা অবস্থায় ৮২ মিনিটে মাঠে নেমেই ম্যানইউর জালে বল জড়িয়েছেন সুুনিগা। এরপর তাঁকে ফাউল করাতে শেষ মিনিটে পেনাল্টি পায় ওয়াটফোর্ড।

 


মন্তব্য