kalerkantho

সোমবার । ৫ ডিসেম্বর ২০১৬। ২১ অগ্রহায়ণ ১৪২৩। ৪ রবিউল আউয়াল ১৪৩৮।

রেকর্ডস

দীর্ঘ বিরতি

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০১১ বছর পর আবার ইংল্যান্ড টেস্ট দলে ফিরেছেন গ্যারেথ ব্যাটি। এ সময়ে ইংলিশরা টেস্ট খেলেছে ১৪২টি।

ম্যাচের হিসাবে দুই টেস্টের মাঝে এতটা সময় অপেক্ষা করতে হয়নি কোনো ক্রিকেটারকে। ইংল্যান্ডেরই মার্টিন বিকনেল সর্বোচ্চ ১১৪ ম্যাচে ছিলেন দর্শক সারিতে। ১৯৯৩ সালে নিজের দ্বিতীয় টেস্ট খেলার ১০ বছর ১২ দিন পর ২০০৩ সালে আবার সাদা জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সিরিজে সুযোগ পেলে বিকনেলের রেকর্ডটা ভেঙে দেবেন গ্যারেথ ব্যাটি। গড়বেন ম্যাচের সংখ্যায় দুই টেস্টের মাঝে বিরতির নতুন বিশ্ব রেকর্ড। সময়ের হিসাবে নিজের দুই টেস্টের মাঝে বিরতির রেকর্ডটা অবশ্য ভাঙতে পারবেন না ব্যাটি। জন ট্রাইকোসের অপেক্ষাটা ছিল যে আরো দীর্ঘ, ২২ বছর ২২২ দিন। ১৯৭০ সালে ডারবানে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক সিরিজে তিন ম্যাচ খেলার পর বর্ণবাদের কারণে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হলে ট্রাইকোসের ক্যারিয়ারও থমকে পড়ে। কিন্তু ১৯৯২ সালে ৪৫ বছর বয়সে আবার টেস্ট খেলার সুযোগ পান তিনি। এবার জিম্বাবুয়ের হয়ে, দেশটির ইতিহাসের প্রথম টেস্টেই খেলেছেন ট্রাইকোস।


মন্তব্য