kalerkantho

সাউদি বাদ

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধরনের ধাক্কা খেল সফরকারী নিউজিল্যান্ড। চোটের জন্য তিন ম্যাচের সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার টিম সাউদি। অনুশীলনের সময় ব্যথা অনুভব করায় স্ক্যান করা হয় তাঁর বা পায়ের গোড়ালিতে। চোটটা মারাত্মক হওয়ায় দেশে ফেরত পাঠানো হচ্ছে সাউদিকে। টেস্ট সিরিজে খেলতে না পারলেও ওয়ানডে সিরিজে তাঁর ফেরার সম্ভাবনা বাতিল হয়ে যায়নি। ২২ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে প্রথম টেস্ট। আর ২৬ অক্টোবর ধর্মশালার ম্যাচ দিয়ে শুরু হবে ভারত-নিউজিল্যান্ডের ওয়ানডে লড়াই। ক্রিকইনফো


মন্তব্য