kalerkantho


ফাঁকা গ্যালারিতে ৫০০

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বিরল ইতিহাসের সাক্ষী হতে চলেছে কানপুরের গ্রিনপার্ক। সেখানেই নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ সেপ্টেম্বর সিরিজের প্রথম টেস্ট ভারতের, যা দেশটির ইতিহাসের ৫০০তম। উপলক্ষটা স্মরণীয় করতে নেওয়া হচ্ছে নানা আয়োজন। ভারতের জীবিত সাবেক সব অধিনায়ককে আমন্ত্রণ জানানো হয়েছে এরই মধ্যে। টিভি পর্দায় ক্ষণে ক্ষণে ভেসে উঠবে ১ থেকে ৫০০ পর্যন্ত আসার ইতিহাস। কিন্তু যাঁদের জন্য এত আয়োজন সেই দর্শক থাকবে তো গ্যালারিতে? কেননা ভয়াবহ ডেঙ্গুর প্রকোপ চলছে কানপুরে। সাধারণ মানুষের পাশাপাশি আক্রান্ত অন্তত ৩০০ পুলিশ। পরিস্থিতির উন্নতি না হলে টেস্টের সময় নিরাপত্তার জন্য পুলিশ পাঠাতে না পারার শঙ্কা জানিয়েছে কানপুর প্রশাসন। তাহলে কি ফাঁকা গ্যালারিতেই ৫০০তম টেস্ট খেলতে হবে বিরাট কোহলিদের? এদিকে চোটের জন্য তিন টেস্টের সিরিজ থেকে ছিটকে গেছেন কিউই পেসার টিম সাউদি। তাঁর জায়গায় ডাক পেয়েছেন ম্যাট হেনরি। পিটিআই


মন্তব্য