kalerkantho


ম্যারাডোনার ‘ষষ্ঠ’

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০গত মাসেই ডিয়েগো ম্যারাডোনা স্বীকৃতি দেন ডিয়েগো সিনাগ্রাকে। তাঁর পঞ্চম সন্তান হিসেবে। ১৫ বছর বয়স বয়সী সান্তিয়াগো লারাকে এখানো সে স্বীকৃতি দেননি সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। ২০১৪ সালে প্রথম সে দাবি তোলেন লারা। তাঁর মা নাতালিয়ার সঙ্গে ম্যারাডোনার সম্পর্কের ফসল নাকি তিনি। এ নিয়ে পরশু প্রথমবারের মতো মুখ খোলেন লারা, ‘গত মাসে ডিয়েগো জুনিয়র ওর বাবার সঙ্গে মিলিত হওয়ায় আমি খুশি। আমিও চাই নামের শেষে ম্যারাডোনা অংশ জুড়ে দিতে। চাই ডিয়েগো যেন তাঁর ছেলে হিসেবে আমাকে স্বীকৃতি দেন।’ মিরর


মন্তব্য