kalerkantho


রেকর্ডস

বাংলাদেশের হতাশা

১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বাংলাদেশ সফরের জন্য গতকাল টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ইংলিশদের বিপক্ষে এর আগে আটটি টেস্ট খেলে সবকটিতে হেরেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ছাড়া কেবল ইংল্যান্ডের বিপক্ষেই সব ম্যাচ হেরেছে তারা। অন্য যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে অন্তত ড্র আছে বাংলাদেশের। এই আট ম্যাচের মধ্যে তিনটিতেই ইনিংস জয় ইংল্যান্ডের। তাদের বিপক্ষে বাংলাদেশের দলীয় সর্বনিম্ন স্কোর ১০৪। ২০০৫ সালে চেস্টার লি স্ট্রিট টেস্টে প্রথম ইনিংসে ওই রানে অলআউট হয়েছিল তারা। ওয়ানডেতে অবশ্য জয় আছে ইংলিশদের বিপক্ষেও। সব মিলিয়ে ১৬ ম্যাচে ১৩টি হেরে বাংলাদেশের জয় ৩টি। পাঁচ দিনের ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান ইয়ান বেলের ৬৩৩। সর্বোচ্চ ১৬২*, গড় ১৫৮.২৫। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান তামিম ইকবালের। দুই সেঞ্চুরিসহ তাঁর মোট রান ৫০৫। সর্বোচ্চ ১০৮। গড় ৬৩.১২। ওয়ানডেতে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ৬১০ রান করেছেন অ্যান্ড্র স্ট্রাউস। দুই শতরানসহ গড় ৮৭.১৪, সর্বোচ্চ ১৫৪। একটি সেঞ্চুরিসহ বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ২৬৫ রান তামিম ইকবালের।


মন্তব্য