kalerkantho


সংক্ষিপ্ত

মধুর বিদায় চান আফ্রিদী

১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০মধুর বিদায় চান আফ্রিদী

এশিয়া কাপ ও বিশ্ব টি-টোয়েন্টির পর অধিনায়কত্ব ছেড়েছেন শহীদ আফ্রিদী, পরের দুটি সিরিজে তাঁকে আর দলেই রাখেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে শোনা যাচ্ছে আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তাঁকে ফেরানো হতে পারে, আর সেখানেই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বুমবুম আফ্রিদীর শেষ ম্যাচ। পাকিস্তান ক্রিকেটে এমন আনুষ্ঠানিক বিদায়ের ঘটনা অবশ্য বিরল। বেশির ভাগ ক্রিকেটারেরই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়েছে বোর্ডের সঙ্গে তিক্ততায়। সেই ধারার বদল আফ্রিদী নিজেও, ‘একজন ক্রিকেটার দেশের হয়ে অনেক দিন খেলার পর তার বিদায়টা মধুরই হওয়ার কথা। আমি সব সময় তা-ই চাই।’ নিজের অবসরের প্রসঙ্গে বলেছেন, ‘এর মধ্যেই প্রধান নির্বাচক ইনজি ভাইয়ের (ইনজামাম-উল হক) সঙ্গে আমার কথা হয়েছে। পাকিস্তান ক্রিকেটের জন্য যা ভালো হয় তেমন সিদ্ধান্তই আমরা নেব।’ পিটিআই


মন্তব্য