kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০১৬। ২৪ অগ্রহায়ণ ১৪২৩। ৭ রবিউল আউয়াল ১৪৩৮।


রেকর্ডস

ফ্রিকিকে এক ডজন

১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ক্রিস্তিয়ানো রোনালদো ধরে রেখেছেন সাবেক ক্লাবের বিপক্ষে গোল করার ধারাটা! স্পোর্তিং লিসবন থেকে ম্যানইউতে আসার পর পুরনো ক্লাবের বিপক্ষে প্রথম দেখাতেই ফ্রিকিক থেকে গোল করেছিলেন রোনালদো। রিয়ালে এসেও ম্যানইউর বিপক্ষে করেছেন ৩ গোল।

রিয়ালের জার্সিতে স্পোর্তিংয়ের বিপক্ষেও গোল করলেন সিআরসেভেন, এবারও ফ্রিকিকে। এই নিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের হয়ে ফ্রিকিক থেকে এক ডজন গোল হয়ে গেল রোনালদোর। ২০০৯-১০ মৌসুমে রিয়ালে আসার পর নেওয়া ৫০টিরও বেশি ফ্রিকিকে রোনালদো ১২তম গোলে পেছনে ফেলেছেন আলেসান্দ্রো দেল পিয়েরোকে। এই ইতালিয়ানের জুভেন্টাসের হয়ে ফ্রিকিকে আছে ১১ গোল।


মন্তব্য