kalerkantho


সংক্ষিপ্ত

উয়েফার নতুন সভাপতি

১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০উয়েফায় মিশেল প্লাতিনির জায়গা নিলেন অখ্যাত আলেক্সান্ডার শ্যফেরিন। ৪৮ বছর বয়সী ভদ্রলোক স্লোভেনিয়ান ফুটবল ফেডারেশন প্রধান। দেশের বাইরে তাঁর তেমন পরিচিতিই ছিল না। পরশু ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের বিশেষ কংগ্রেসে ৪২ ভোট পেয়ে তিনিই হয়েছেন সংস্থাটির নতুন সভাপতি। একমাত্র প্রতিদ্বন্দ্বী নেদারল্যান্ডসের মিশেল ফন প্রাগ পেয়েছেন ১৩ ভোট। নির্বাচনী প্রতিশ্রুতিতে নিজেকে দারুণ বাস্তববাদী এবং কর্মী হিসেবে তুলে ধরেছিলেন শ্যফেরিন, ‘আমি কিছু দেখানোর জন্য এখানে আসিনি। অসম্ভব কোনো প্রতিশ্রুতিও দেব না। তবে এখন সময়টা পরিবর্তনের।’ উয়েফার ৫৫ সদস্য দেশের প্রতিনিধিদের বেশির ভাগ পরিবর্তনের সেই আহ্বানে সাড়া দিয়েই নিষিদ্ধ প্লাতিনির পদে তাঁকে নির্বাচিত করেছেন। উয়েফা ডটকম


মন্তব্য