kalerkantho


দরজা খোলা তেভেজ হিগুয়েইনের

১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০নতুন কোচ, নতুনভাবে শুরু আর্জেন্টিনার। সেই শুরুতেই যখন নেই গনসালো হিগুয়েইন ও কার্লোস তেভেজ, তখন ধরেই নেওয়া হয়েছিল জাতীয় দলের দরজা একরকম বন্ধই হয়ে গেছে এই দুই তারকার সামনে। কিন্তু উরুগুয়ে ও ভেনিজুয়েলা ম্যাচের পর খোদ এদগার্দো বাউজাই দিয়েছেন তাঁদের ফেরানোর ইঙ্গিত, ‘হিগুয়েইনের সঙ্গে আমার কথা হয়েছে। সে জানে সে বিবেচনার বাইরে নয়। তেভেজের দিকেও আমার দৃষ্টি আছে, তার ফর্মের ওপরই নির্ভর করছে সব কিছু।’ সিরি ‘এ’তে ৩৬ গোল করে ৯০ মিলিয়ন ইউরোতে জুভেন্টাসে নাম লেখানো হিগুয়েইনের ক্লাব ফর্ম নিয়ে অবশ্য প্রশ্ন নেই, সমালোচিত তিনি জাতীয় দলে সুযোগ নষ্টের মহড়া দিয়ে। এই দুই ফরোয়ার্ডকে বাইরে রেখে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয় এবং ভেনেজুয়েলার সঙ্গে ২-০ তে পিছিয়ে পড়ে ড্র ২-২ গোলে। তাতে মিশ্র অভিজ্ঞতাই হওয়ার কথা বাউজার। তবে এই আর্জেন্টাইন বলেছেন, এই দুটি ম্যাচ  থেকেই ইতিবাচক কিছু পেয়েছেন তিনি, ‘গত দুটি ম্যাচ থেকে ইতিবাচক অনেক কিছুই পাওয়া গেছে, কিছু শোধরানোরও আছে।’ গোলডটকম


মন্তব্য